ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভার

সাভারে আজও ১৮ কারখানা বন্ধ, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০১:০৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ার বাইপাইলে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বার্ডস গ্রুপের শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে রাখেন। বারবার তাগিদ দিলেও মালিকপক্ষ কোনো কর্ণপাত না করে একাধিক তারিখ দেন। তারিখ অনুযায়ী শ্রমিকরা আসলেও মালিকপক্ষের কোনো লোক থাকে অনুপস্থিত।

আজও ১৮ কারখানা বন্ধ, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শিল্প পুলিশ-১ এর এসপি মো. সারোয়ার আলম বলেন, মণ্ডল গার্মেন্টসে একটু ঝামেলা চলছে। আর বার্ডস গ্রুপের শ্রমিকদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আজও ১৮ কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১১টি অনির্দিষ্টকালের জন্য ও সাতটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জিকেএস