সুগন্ধা নদী থেকে বালু উত্তোলন, দুজনকে ৭ লাখ টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটিতে বালু উত্তোলনের দায়ে দুজনকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০ সেপ্টেম্বর) উপজেলার দপদপিয়া পুরাতন ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন ইউএনও মো. নজরুল ইসলাম।
জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান জানান, শনিবার উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন ফেরিঘাট ও লঞ্চঘাট সংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পৃথক মামলায় দুজনকে সাত লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডের অর্থ আদায়পূর্বক ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস