ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে নারীসহ ৩১ জন আটক

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ১২:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল এবং চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এমন অনেক অভিযোগ আছে। এ ব্যাপারে এসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও যদি এসব কার্যকলাপ চলে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেফতার ৩১ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/এমএস