ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১১:২৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুরের সালথায় দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী। এসময় চারজন জাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহারিয়ার জামান সাবু জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বৃহস্পতিবার সালথা সদর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বালী বলেন, অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জালসহ চারজনকে আটক করা হয়। আটককৃত প্রত্যেককে এক হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধ কারেন্ট জালগুলো উপজেলা চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/এমএস