ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মামলার ভয়ে ভারতে পালাচ্ছিলেন ছাত্রলীগ নেতা, সীমান্ত থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল আহসান (২৪)। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসান নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। এজন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন। খবর পেয়ে বিজিবি ওই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ আল আহসানকে আটক করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এসআর/জিকেএস