অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে অর্ধকোটি টাকা নিয়ে উধাও শহীদুর
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে টাঙ্গাইলে অর্ধশত মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন শহীদুর রহমান নামের এক ব্যক্তি। তার কোনো হদিস না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
শহীদুর মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামসহ আশপাশের কয়েকটি উপজেলার অর্ধশত মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের পক্ষে কামাল রহমান নামের এক ব্যক্তি শহীদুর রহমান, তার স্ত্রী তানিয়া বেগম, ছেলে জাহিদুল ইসলামের বিরুদ্ধে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীদের মধ্যে ১৫-২০ জন মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
অভিযুক্ত শহীদুর রহমান মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ঘুগী গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
ভুক্তভোগীরা জানান, শহীদুর রহমান তরুণ-যুবকদের অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছাড়াও বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রচারণা চালান। তার এ ফাঁদে পা দিয়ে উপজেলা সদরের পোস্টকামুরী, গোড়াইল, বাবুবাজার, বাইমহাটীসহ উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও আশপাশের উপজেলার অর্ধশত ব্যক্তি যোগাযোগ শুরু করেন। এরমধ্যে ২১ জন ২০২৩ সালের জুন মাসে তার সঙ্গে যোগাযোগ করেন।
শহীদুর রহমান প্রাথমিকভাবে সবার কাছ থেকে এক লাখ করে টাকা নেন। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল চেকআপের জন্য বাড়তি ১০ হাজার টাকা খরচ নেন। তারপর আর কোনো অগ্রগতি নেই। অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক তরুণ-যুবকরা শহীদুর রহমানকে বারবার তাগিদ দিতে থাকলে তিনি ফ্লাইটের তারিখ দেওয়াসহ বিভিন্ন কথা বলে সময় পার করছিলেন।
সম্প্রতি গা ঢাকা দেন শহীদুর রহমান। পরে তাকে না পেয়ে গত দুই সপ্তাহ আগে ভুক্তভোগীদের পক্ষে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের কামাল রহমান মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে শহীদুর রহমানের ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া গেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে শহীদুর রহমান আত্মগোপনে থাকায় এ বিষয়ে অগ্রগতি হচ্ছে না। ভুক্তভোগীদের আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এস এম এরশাদ/এসআর/জেআইএম