ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নকল সার-কীটনাশক বিক্রি, কারাগারে ব্যবসায়ী

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪

গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও ধানের বীজ বিক্রির দায়ে বর্ণা কৃষি বিতানের মালিক তারিফুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানির নকল সামগ্রী জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীন। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা।

শহরের খাঁ পাড়ার বর্ণা কৃষি বিতানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিজেন্টাসহ অন্যান্য কোম্পানির নকল কীটনাশক দ্রব্যাদি উদ্ধার করা হয়। পরে জব্দকৃত নকল কীটনাশকগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ এইচ শামীম/জেডএইচ/জিকেএস