ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে রেলের অবৈধ দখল উচ্ছেদে অভিযান

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

জয়পুরহাট রেলের সম্পত্তির উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে রেল বিভাগ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম।

এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডল, রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান, জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রেলওয়ে কানুনগোসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা।

জয়পুরহাটে রেলের অবৈধ দখল উচ্ছেদে অভিযান

রেলওয়ের পাকসী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা শহরের রেল লাইন পার্শ্ববর্তী এলাকায় রেলওয়ের সম্পত্তির উপরে অবৈধভাবে অর্ধ শতাধিক স্থাপনা গড়ে ব্যাবসা-বাণিজ্য করছিলেন কতিপয় ব্যক্তি। এর আগে কয়েকবার নোটিশ দেওয়ার পরও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান চলবে।

আল মামুন/এএইচ/জিকেএস