ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দর্শনায় হুন্ডির ২৩ লাখ টাকাসহ দুজন আটক

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১০:০০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার দর্শনায় হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. আরিফুল ইসলাম (২৬) ও মো. শওকত (৫২)।

বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকা দিয়ে দর্শনার দিকে আসতে দেখলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একটি কালো রঙের ব্যাগসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।

জেডএইচ/জেআইএম