ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কপোতাক্ষ নদে নোঙর খুঁজতে গিয়ে ডুবুরি নিখোঁজ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে বেড়িবাঁধ নির্মাণ মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের একটি বাল্কহেডের নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদীতে নিখোঁজ হয়েছেন মিজানুর রহমান সরদার (২২) নামের এক ডুবুরি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ মিজানকে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এরআগে সোমবার (২৩ সেপ্টেম্বর) কপোতাক্ষ নদের গাবুরার পার্শেমারি টেকেরহাট এলাকায় নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার শহরের ৫ নম্বর ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, আমরা সকাল থেকে চেষ্টা অব্যাহত রেখেছি। তবে সন্ধ্যা পর্যন্ত মিজান সরদারের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান আজ শেষ হলেও আগামীকাল অব্যাহত থাকবে।

নিখোঁজ মিজানের বাবা দুলাল সরদার বলেন, ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে গাবুরায় এসেছি। এখনো তার সন্ধান মেলেনি।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম