মাধবপুর সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক
হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারত যান।
আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুলাল মিয়া (৩০), রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), তোষার আলী (১৭)।
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দালালদের সহায়তায় ২-৩ মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটকের পর তাদের থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জিকেএস