ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চুরি ঠেকাতে বাগানে বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ড্রাগন ফলের বাগানে পানি পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম শেখ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের শাহাজাহানের ড্রাগন ফলের বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনার পর চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে আব্দুল হালিম শেখ একটি কলাবাগানে শ্রমিকের কাজ করছিলেন। এসময় তার পানি পিপাসা লাগলে পার্শ্ববর্তী শাহাজাহানের ড্রাগন ফলের বাগানে যান পানি পান করতে। ড্রাগন বাগানের মালিক চুরি ঠেকাতে বাগানের চারপাশে জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। বিষয়টি আব্দুল হালিম শেখের জানা না থাকায় তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এমএইচআর/এমএস