ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফ্যানের বাতাসে ধান উড়াতে গিয়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ধান উড়ানোর সময় ফ্যানের সঙ্গে পরনের শাড়ি পেঁচিয়ে মোছা. খোদেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরের সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোদেজা কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।

ভুক্তোভোগী পরিবার সূত্রে জানা গেছে, খোদেজা খাতুন গত দুদিন আগে সুবলপুর গ্রামের অসুস্থ ভাগনে আশাদুলকে দেখতে যান। এদিন তার বোনকে সহযোগিতা করার জন্য ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে স্টিলের বড় (খাঁচা ছাড়া) ফ্যান লাগিয়ে বাতাস দিয়ে ধান পরিষ্কার করছিলেন।

এসময় অসাবধানতায় তার পরনের শাড়ি ফ্যানে পেঁচিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

হুসাইন মালিক/জেডএইচ/জিকেএস