নিহতের পরিবারকে ক্ষতিপূরণ
আশুলিয়ায় শনিবার থেকে বন্ধ কারখানা চালু
সাভারের আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দিচ্ছে মালিকপক্ষ।
একই সঙ্গে শ্রমিকদের দাবি অনুযায়ী, শনিবার থেকে বন্ধ কারখানা খুলে দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাভারে মাসকট কারখানায় এ বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং কারখানার মালিকপক্ষ। সেখানেই এসব সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব জানান, শ্রমিক নিহত হওয়ার ঘটনাটি দুঃখজনক। আলোচনার পর তাদের দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। শনিবার থেকে কারখানা খোলা রাখা হবে। সেই সঙ্গে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
একই সঙ্গে শ্রমিক নিহতের ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান বিজিএমইএ এই নেতা।
এর আগে সকালে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও ১০ জন।
মাহফুজুর রহমান নিপু/জেডএইচ/এএসএম