টঙ্গীতে ওয়াশিং কারখানায় আগুন লাগানোর অভিযোগ
গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক এলাকায় আবেদীন ওয়াশিং প্লান্ট লি. নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়ে যায়।
তবে কারখানার মালিক কানিজা রহমান অভিযোগ করে বলেন, আগুন লাগার ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে যেহেতু কারখানাটি বন্ধ ছিল, সেক্ষেত্রে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে না। হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তবে কে বা কারা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বুঝতে পারছি না। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার বেশি হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কারখানার আগুন দেখে টঙ্গী ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। পরে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দ্দার বলেন, ঘটনার খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমিনুল ইসলাম/এফএ/জিকেএস