ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় ফের দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি ও ছুরিকাঘাতে দুই রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে পালংখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ ও রাজাপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার নুর বশর (৫৪) ও কবির আহমেদ (২৭)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, সোমবার ভোররাতে জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সামনে নুর বশরকে ৩০-৪০ জন অস্ত্রধারী বাড়ি থেকে বের করে এনে গুলি করে। একটি গুলি তার বুকে আর দ্বিতীয় গুলি কোমরে করে।

অপরদিকে, রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে কিছু দূরে কবির আহমেদকে গুলি করা হয়। এরপর চাকু দিয়ে একাধিক আঘাত করে নিশ্চিত করা হয় তার মৃত্যু।

ওসি বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে ১১ সেপ্টেম্বর রাজাপালং ও পালংখালীর রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এর পাঁচদিনের মাথায় আবারো দুটি খুনের ঘটনা ঘটলো।

সায়ীদ আলমগীর/জেডএইচ/এএসএম