ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জ

যমুনার তীররক্ষা বাঁধ সংস্কার করলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সিরাজগঞ্জ কাজীপুরের মেঘাই যমুনা নদীর পুরাতন তীররক্ষা বাঁধের ৭০ মিটার সিসি ব্লক সংস্কার করেছে সেনাবাহিনী।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বগুড়া অঞ্চলের সিরাজগঞ্জ জেলায় দায়িত্বরত ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যদের একটি দল, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সহায়তায় এ সংস্কারের কাজ শুরু করে। এর আগে শনিবার রাতে প্রবল স্রোতের কারণে তীররক্ষা এ বাঁধের তলদেশ থেকে মাটি সরে ভাঙন শুরু হয়।

এ বাঁধ ক্ষতিগ্রস্ত হলে কাজীপুর উপজেলাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম ডুবে যাবে। এমন আশঙ্কায় সেনা সদস্যরা ভাঙন স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলে সংস্কার করে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জাগো নিউজকে বলেন, আমার সহযোগিতায় সেনাবাহিনী দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এতে স্থানীয়দের ভাঙন আতঙ্ক কিছুটা দূর হয়েছে।

এম এ মালেক/এএইচ/জেআইএম