ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আন্দোলনে নিহত তন্ময় দাসের পরিবারকে দুই লাখ টাকা দিলো জামায়াত

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:১৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হিন্দু সম্প্রদায়ের তন্ময় দাসের পরিবারকে দুই লাখ টাকার অনুদান দিয়েছে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

নিহত তন্ময় দাস জেলার অষ্টগ্রাম উপজেলার ভাটিনগর এলাকার বাসিন্দা। তিনি আন্দোলন চলাকালে গাজীপুর নিহত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

তিনি জানান, আজকে তন্ময় দাসসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় শাহাদাত বরণকারী ১১জনকে দুই লাখ টাকা করে ২২ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও জেলাতে ছাত্র আন্দোলনে আহত অনেককেই চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা করা হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামসুল ইসলাম সেলিম, জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লোকমান, ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবুল হোসাইন, কিশোরগঞ্জ শহর অমুসলিম শাখার সেক্রটারী কৃষ্ণ চন্দ্র বসাক, কিশোরগঞ্জ জেলা উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

কেআরএম/এসআইটি/এমএস