ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ইলিশ রক্ষায় ব্যতিক্রমী র‌্যালি

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বরগুনার তালতলীতে নদী ও ইলিশ রক্ষায় ব্যতিক্রমী নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রর সামনে পায়রা নদীতে এ কর্মসূচি পালিত হয়।

এছাড়াও নদীর তীরে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। সেখানে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বরিশালের ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রর বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে ইলিশ কমে যাচ্ছে। এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পসহ সব কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে।

বরগুনায় ইলিশ রক্ষায় ব্যতিক্রমী র‌্যালি

এসময় শুভসন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুল বাড়িয়া নদীভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি সমন্বয়ক সুলতানা আহমেদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান ও পরিবেশকর্মী মোস্তাফিজ, ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস