ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সুজন চাকমা (৪৫) নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্ট-ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।

আটক সুজন চাকমা দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের তারা বুনিয়া এলাকার বাসিন্দা বিনন্দ মোহন চাকমার ছেলে।

দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) যৌথ বাহিনী অভিযান চালিয়ে দীঘিনালার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর পাড়া থেকে তাকে আটক করে। এ সময় যৌথবাহিনী তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি দেশি অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, আটক সুজন চাকমার কাছে অবৈধ অস্ত্র ছিল। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনী কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম