সমন্বয়ক তারেকুল ইসলাম
ফ্যাসিস্ট সব শক্তির কবর রচনা করবে ছাত্র-জনতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারেকুল ইসলাম তারেক বলেছেন, ছাত্র-জনতা ফ্যাসিস্ট সব শক্তির কবর রচনা করবে। এর জন্য ছাত্রসমাজ ঐক্যবদ্ধ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ, আবু সাঈদ লিওন প্রধান, সুমন বসুনীয়া ও স্থানীয় সমন্বয়ক এস আই শাহিন।
দুপুরে পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন সমন্বয়করা। এসময় তারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
রবিউল হাসান/আরএইচ/জিকেএস