ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিন মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলুসহ ৬৯ জন

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:০৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪

নাটোরে তিন মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ নেতা কর্মীকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন দুই মামলায় এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন অপর এক মামলায় তাদের খালাস দেন।

আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোরের নলডাঙ্গার রামশাকাজিপুর গ্রামে বাড়িতে হামলা, লুটপাট ও আগুনের ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়। একই উপজেলায় ২০০৭ সালে ৮ এপ্রিল দুলুসহ ২২ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা হয়। এছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২ জনকে আসামি করে অপর একটি মামলা হয়।

তিন মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

নাটোর জজ কোর্টের এপিপি আনিসুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

রেজাউল করিম রেজা/এএইচ/এমএস