চরমোনাই পীর
সন্ত্রাসী-চাঁদাবাজদের বাংলার মসনদে দেখতে চাই না
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে। আমরা ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সন্ত্রাসী-চাঁদাবাজদের বাংলার মসনদে দেখতে চাই না।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার। দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার করতে হবে।
ইসলামী আন্দোলনের ময়মনসিংহ মহানগর সভাপতি অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে দলের দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, উত্তর জেলা সভাপতি আলহাজ্ব হাদীউল ইসলাম ও দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম