ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে চলছে অর্ধদিবস হরতাল

প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৩ ডিসেম্বর ২০১৪

কক্সবাজারের রামুতে বিএনপির ডাকে চলছে অর্ধদিবস হরতাল। উপনির্বাচনে ভোট জালিয়াতির প্রতিবাদ ও পুনর্নির্বাচনের দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল। চলবে দুপুর ২টা পর্যন্ত।

হরতালের কারণে কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে হরতালের সমর্থনে কোথাও মিছিল বা পিকেটিং না থাকায় অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, হরতালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছেন আইন-শৃংখলা বাহিনী। শহরের প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, রোববার রামু উপজেলার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ-উল আলম।