ছাত্র আন্দোলনে মাথায় আঘাত, ২৭ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন আশিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আশিক বাবু (২৪)। টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মেনেছেন তিনি।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক বাবু।
আশিক বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাঁদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত আশিকের চাচাতো ভাই রেজাউল বলেন, ‘আশিক আমার চাচাতো ভাই। তিনি পরিবারের বড় ছেলে। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গত ৪ আগস্ট মাথায় মারাত্মক আঘাত পান। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসক। সেখানে টানা ২৭ দিন চিকিৎসা করেও তাকে বাঁচানো সম্ভব হলো না। আজ দুপুর দেড়টার সময় আশিক মারা যান।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মৃত্যুর খবর পেয়েছি। তবে এখনো কাগজপত্র হাতে পাইনি।
ফজলুল করিম ফারাজী/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত
- ২ নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদীবন্দর
- ৩ বিএনপির কর্মীসভায় দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে ভাইরাল ওসি
- ৪ ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা মাথায় কাঁঠাল ভেঙে খাবে: আজহারী
- ৫ বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক নথি আটকে দিলো জনতা