ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জনতার পুলিশ গঠনে সহযোগিতা চাইলেন এসপি

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪

মাদক, জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা আর জনতার পুলিশ গঠনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফ উদ্দিন। জেলায় মাদক শূন্যে নামিয়ে আনার চ্যালেঞ্জ ঘোষণা করে পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার।

রংপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে এসপি বলেন, সব থানা এলাকা নিরাপদ বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তুলতে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিংয়ের মাধ্যমে নিরাপদ চলাচল অব্যাহত রাখতে কাজ করবে পুলিশ। জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

শনিবার (৩১ আগস্ট) রংপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি ২১তম বিসিএসের পুলিশ কর্মকর্তা। এরআগে রংপুরের পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন তিনি।

জিতু কবীর/এসআর/জিকেএস