ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলা পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৩১ আগস্ট ২০২৪

ভোলা সদর পৌর সভাকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, জেলা বিএনপির সদস্য সচিব রায়সুল আলমসহ বিডি ক্লিনের সদস্যরা। এর আগে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। পরে পৌরসভা সংলগ্ন কোর্ট মসজিদের পুকুর পরিষ্কার শুরু করেন তারা। এসময় তাদের সহযোগিতা করেন জেলা প্রশাসক ও পৌরসভার অন্য কর্মকর্তারা।

বিডি ক্লিনের ভোলা জেলার সাবেক সমন্বয়ক হারুন অর রশিদ শিমূল জানান, তারা ভোলায় প্রতিনিয়ত পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছেন। পৌরসভার আমন্ত্রণে আজ শনিবার থেকে মাসব্যাপী ভোলা পৌরসভা এলাকার বিভিন্ন পুকুর, গুরুত্বপূর্ণ সড়ক ও বাড়ির আশপাশ পরিষ্কার করবেন।

ভোলা পৌরসভার প্রশাসক মোহাম্মদ কায়সার খসরু জানান, পৌর শহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বংশ বিস্তারের হাত থেকে মানুষকে রক্ষায় তারা বিডি ক্লিনের সহযোগিতায় ভোলা পৌরসভার আয়োজনে এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম