ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১২:২১ পিএম, ২৩ আগস্ট ২০২৪

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ৫৫ জনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) মানিকগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে মামলাটি করেন সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান।

এজাহার সূত্রে জানা গেছে, ১০১৮ সালের ১১ ডিসেম্বর বিকেলে সাটুরিয়া উপজেলার কালুশাহ ফকিরের মাজার জিয়ারত শেষে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খান রিতার গাড়ি বহর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

মানিকগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ইন্ধনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আফরোজা খান রিতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা রিতার গাড়িবহর ভাংচুর এবং নেতাকর্মীদের মারপিট করে।

মামলার বাদি আব্দুর রহমান জানান, ওই ঘটনায় সম্পৃক্ত ৫৫ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (১৫(৩)২৫(ঘ) ধারায় মামলাটি করা হয়।

বাদি পক্ষের আইনজীবী আরিফ হোসেন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বি এম খোরশেদ/এএইচ/এমএস