বান্দরবানে ঝিরি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বান্দরবানের তালুকদার পাড়ার ঝিরি থেকে ইন্দ্রলাল চাকমা (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান সদর ইউপির তালুকদার পাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইন্দ্রলাল চাকমা বান্দরবান সদর ইউনিয়নের পর্যটন এলাকা চাকমা পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে ইন্দ্রলাল চাকমা জুমে কাজ করতে যান। পরে কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে পা পিছলে ঝিরিতে পড়ে পানির স্রোতে তলিয়ে যান। পরে পরিবার ও স্বজনরা তাকে খুঁজতে গিয়ে ঝিরিতে মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, এলাকাবাসীর দেখানো ঝিরি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়ন চক্রবর্তী/জেডএইচ/এমএস