বেনাপোলে কোটি টাকার ভারতীয় কাপড় আটক
ভারত থেকে পাচার হয়ে আসা কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস ও লেহেঙ্গার চালান আটক করেছেন বিজিবি সদস্যরা। বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে রবিবার সকালে এসব কাপড় আটক করা হয়।
যশোর ২৬ বিজিবি বেনাপোল কোম্পানি সদরের সুবেদার রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড় আঁচড়ার এমপির মোড়ে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারিরা ১৪টি ভারতীয় কাপড়ভর্তি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তার ভেতর শাড়ি, থ্রিপিস ও লেহেঙ্গা পাওয়া যায়।
আটক কাপড় বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।