সৈয়দপুরে ওড়ার আগেই প্লেনে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওড়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি প্লেন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর প্লেনটি সৈয়দপুর ছেড়ে যায়।
শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তারা আতঙ্কিত হয়ে পড়েন। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৯১/৪৯২ নম্বর ফ্লাইটটি। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্লেনটি চালু করলে সামনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে পৌনে এক ঘণ্টা পর সব যাত্রী নিয়ে প্লেনটি সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর ছেড়ে যায়।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সারাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।
ইব্রাহিম সুজন/জেডএইচ/জেআইএম