সাঙ্গু নদী থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
বান্দরবানের সাঙ্গু নদী থেকে মো. মারুফ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান পৌরসভার মারমা বাজার ঘাট এলাকার সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারুফ বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মারুফ ও বিজয় মল্লিক দুই বন্ধু দুপুরে সাঁতার কেটে মারমা বাজার এলাকার সাঙ্গু নদী পার হচ্ছিল। একপর্যায়ে মারুফ নিখোঁজ হয়। বিজয় মল্লিক মার্মা বাজার ঘাটে পার হয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালান। কিন্তু বান্দরবান ফায়ার সার্ভিসের ডুবুরিদল না থাকায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিকে বিষয়টি জানানো হয়। পরে রাঙ্গামাটি থেকে ডুবুরিদল এসে অভিযান চালিয়ে মারুফের মরদেহ উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেছেন।
নয়ন চক্রবর্তী/এসআর