ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০২৪

নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের সংগঠন ‘স্বপ্নের মফস্বল’-এর উদ্যোগে ২০০টি জামগাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্বপ্নের মফস্বলের সভাপতি সুলতান শাহরিয়া শাফির সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক মোসাদ্দেকুল হক অনিক ও আব্দুর রউফ খান। এসময় সংগঠনটির সদস্য তাসিন, নিরব সরদার, আল ওয়াসী, আবু জর গিফারী, সালমান ফারসী ও আব্দুল্লাহ আল রিয়াদ উপস্থিত ছিলেন।

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

স্বপ্নের মফস্বলের সভাপতি সুলতান শাহরিয়া শাফি বলেন, স্কুলের শিক্ষার্থীদের বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।

সংগঠনের উপদেষ্টা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, স্বপ্নের মফস্বল মূলত স্কুল শিক্ষার্থীদের হাত ধরেই ২০২২ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে। সংগঠনটি প্রাথমিক চিকিৎসা, খাবার বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে কাজ করে আসছে। আশা করি সামনে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

এসআর/এএসএম