ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা সিটি করপোরেশন

সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১২:৪০ এএম, ১২ আগস্ট ২০২৪

সরকারি নির্দেশনা মেনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সেবামূলক কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সিটি করপোরেশন কর্মকর্তাদের এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

রোববার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।

এসময় নৌবাহিনী-খুলনার কমান্ডার সৈয়দ ওয়ারেস আলী, কমান্ডার মো. মুজিবুর রহমান ও গ্যারিসন ইঞ্জিনিয়ার দেবাশিষ মল্লিক উপস্থিত ছিলেন।

সভায় কেসিসির কর্মকর্তা-কর্মচারীদের নগরবাসীর সেবক হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে দল-মতের ঊর্ধ্বে থেকে সেবার মানসিকতা নিয়ে সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। নগরবাসী সেবা যেন নির্বিঘ্নে পেতে পারে সে বিষয়ে সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলমগীর হান্নান/জেডএইচ