ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে তালা ভেঙে মন্দিরে প্রবেশের সময় যুবক আটক

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১১ আগস্ট ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে মন্দিরে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশের সময় মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ আগস্ট) সকালে ওই যুবককে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার (১০ আগস্ট) দিনগত রাতে সরিষাবাড়ী পৌরসভার বীরধানাটা রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহমুদুল হাসান উপজেলার সাতপোয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার কাছ থেকে তালা ও গেট ভাঙার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্র জানায়, উপজেলার কালিমাতা মন্দির এলাকায় শনিবার দিনগত রাতে আনসার ও ভিডিপির সদস্য টহল দিচ্ছিলেন। এসময় ওই মন্দিরে দুষ্কৃতকারী ঢোকার খবর পেলে দ্রুত সেখানে ছুটে যান তারা। এসময় মন্দিরের গেটের তালা ভেঙে একজন দুষ্কৃতকারী ভিতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান বলেন, রাতে মন্দির এলাকায় টহল দেওয়ার সময় ওই যুবককে আটক করা হয়। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম