ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দোকানে মিললো ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১১ আগস্ট ২০২৪

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ থানায় নিয়ে আসেন স্বজনরা।

এরআগে শনিবার (১০ আগস্ট) দিনগত রাতের কোনো একসময় উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরের ভেতরে ওই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম স্থানীয় আব্দুল মান্নানের ছেলে ও দুই সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারি সামগ্রী, ওষুধ ও বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মরদেহের শরীরে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া (৪৬) জানান, রাজনৈতিক দলের সঙ্গে শফিকুলের সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা পুলিশের কোনো কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানেই তিনি ঘুমিয়ে পড়ে। পরে কে বা কারা রাতের আঁধারে দোকানে প্রবেশ করে তাকে নির্মমভাবে খুন করে টাকা-পয়সা নিয়ে চলে যান। সকালে ক্রেতাদের ডাক-চিৎকারে বিষয়টি জানা যায়।

টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল জানান, এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় মরদেহ নকলা থানায় পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হাসান রাব্বী/এসআর/জেআইএম