ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ভারত : ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

ভারতীয় হাইকমিশনার মি. হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত পাশে ছিল, এখনো আছে- ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে।

তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ উল্লেখ করে এ সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সকলকে আহ্বান জানান। এসময় বাংলাদেশ-ভারত মৈত্রী সম্পর্ক ও অসাম্প্রদায়িকতার উপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া রামকৃষ্ণ মিশনে আয়োজিত অনাথ আশ্রম ও ডাইনিং হল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়নে ভারত সরকার সহযোগিতা করে যাচ্ছে। ইতোমধ্যে ত্রিপুরা রাজ্য থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং পরবর্তীতে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের কুমিল্লায় সরবারহের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেসানন্দ মহারাজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন, কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. সোমনাথ হালদার প্রমুখ।

পরে ভারতীয় হাইকমিশনার জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের প্রাচীণতম জগন্নাথ মন্দির পরিদর্শন করেন।

মো. কামাল উদ্দিন/এমএএস/এমএস