ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরার চারটি থানার কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৬:১০ পিএম, ১০ আগস্ট ২০২৪

সাতক্ষীরার সীমান্তবর্তী চারটি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে বিজিবির উপস্থিতিতে কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়। এছাড়া সীমান্তবর্তী দেবহাটা, শ্যামনগর ও কলরোয়া থানার কার্যক্রম শুরু হয়েছে।

১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটা কারও জন্য কল্যাণ বয়ে আনবে না।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই আমরা রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সহায়তা করবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অনিবার্য কারণে থানার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। এখন থেকে আবারও কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যরা জনগণের পাশে থেকে যথাযথ ভূমিকা রাখবে।

এদিকে, আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু করলেও ১১ দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন পুলিশ সদস্যরা।

সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আনুষ্ঠানিকভাবে কয়েকটি থানার কার্যক্রম শুরু হলেও পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম