ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নিহতদের স্মরণে পঞ্চগড়ে পুলিশের গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৯ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসের ড্রিল শেডে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহসহ পুলিশ সুপার কার্যালয়, সদর থানা ও পুলিশ লাইনসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আন্দোলনে নিহত পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

পুলিশ সুপার সিরাজুল হুদা বলেন, অন্য আর দশজন মানুষের মতো আমরাও চাকরি করি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে পুলিশ। চাকরি করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেসব পুলিশ শহীদ হয়েছেন, আমরা তার ন্যায়বিচার চাই। আন্দোলনে যেসব পুলিশ ও ছাত্রসহ যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। কিছু অপেশাদার পুলিশ সদস্যের জন্য আজ এই অবস্থা তৈরি হয়েছে। ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো।

সফিকুল আলম/এসআর/এএসএম