ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিলি সীমান্তে নারী যাত্রীর ব্যাগে মিললো ২ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৩ আগস্ট ২০২৪

দিনাজপুরে বাংলাদেশে আসার সময় এক নারী পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে হিলি সীমান্তের শূন্য রেখায় ব্যাগ তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক ওই নারীর নাম দীলরুবা বেগম (৩৫)। তিনি জেলার পার্বতীপুর মোয়াফ্ফর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, প্রতিদিনের মতো আজও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকল থেকে বেশ কিছু যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বেলা সোয়া ১১টার দিকে এক নারী যাত্রী ভারত থেকে আসার সময় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার ব্যাগ থেকে ১ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওই নারীকে আটক করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

জানতে চাইলে নায়েব সুবেদার ওয়াসিম মারাক বলেন, তার নামে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।

মো. মাহাবুর রহমান/জেডএইচ/এমএস