ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০২ আগস্ট ২০২৪

বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা এরুলিয়া জিলাদার পাড়ার মৃত শবদুল ঠিকাদারের ছেলে।

স্থানীয়রা জানান, মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা ভোর সাড়ে ৪টার দিকে মাংস বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর একপর্যায়ে তার ডান হাতের কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এসময় মিরাজুল প্রাণে বাঁচাতে এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। এসময় মসজিদের মুসল্লিরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে মিরাজুল এক যুবককে মারপিট করেছিল। মারপিটে ওই যুবকের হাত ভেঙে যায়। এ ঘটনার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এএইচ/জিকেএস