ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ১২:২৮ পিএম, ০২ আগস্ট ২০২৪

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আন্দোলনকারীদের স্মরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলে।

শহীদ মিনারে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ ব্যানার লাগিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের অনুষ্ঠান শুরু হয়।

ঠাকুরগাঁওয়ে মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্মরণ

এরপর কবিতা আবৃত্তি, নাটক উপস্থাপন ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন হয়। এছাড়া মোমবাতি প্রজ্বলন করা হয়।

এদিকে বড় মাঠের চারপাশে পোশাক ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

তানভীর হাসান তানু/জেডএইচ/জিকেএস