ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ২৮ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৬

বগুড়ার গাবতলী ও ধুনট উপজেলার ২১টি ইউনিয়নের নির্বাচনে ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে বিএনপি-আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীও রয়েছেন।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ইউনূচ আলী জানান, চেয়ারম্যান পদে ভোটের ৮ ভাগে এক ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে ১৯ জন এবং ধুনটে ১০টি ইউনিয়নের ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
 
তারা হলেন, গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তারেকুল রহমান (প্রাপ্ত ভোট ৭৪), নশিপুরে জারজিসুল আলম (১০৮২), মহিষাবান ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ওয়াজেদ হোসেন (১৬০৭), স্বতন্ত্র প্রার্থী ইউনূছ আলী (২৩৩২), আরিফুল ইসলাম (৬৫), আশিকুল ইসলাম (৫৮), নুরুল ইসলাম মন্ডল (১৭৩), দক্ষিনপাড়া ইউনিয়নে জাকেরপার্টির প্রার্থী আবু তালেব (১৮৮), স্বতন্ত্র প্রার্থী রায়হান ইসলাম (২), সোনারায় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রাহিদ মোস্তাফিজ (৯৫), বালিয়াদিঘি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রেজা রহমান প্রামানিক (১১৮২) খাদেমুল ইসলাম(৫২), শাহীন ফেরদৌস (১৬), দুর্গাহাটা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল (২৪৮৮) নাড়ুয়ামালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একেএম আকতারুজ্জামান (১৫৬), মোস্তাফিজার রহমান (৩৪৪), নেপালতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আতরাব আলী মন্ডল (২৪৫৫) সাজেদুর রহমান সুজন (১২১২) এবং গাবতলী সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম (৮৮২)।   

অন্যদিকে, ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে চেয়ারম্যান পদে পরাজিত ৯ প্রার্থীর।

জামানত হারানো প্রার্থীরা হলেন, নিমগাছী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী পুটু মন্ডল (প্রাপ্ত ভোট ১১৪৯), স্বতন্ত্র প্রার্থী রাহেনা খাতুন (৫৬), কালেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লিটন আহমেদ (৬২৯), রিপন মিয়া (১৯০), গোসাইবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল আলম (১৭৩৬), এলাঙ্গী ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী শাহজাহান আলী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী (২১৩), শাহজাহান আলী ঠান্ডু (৮২) ও মথুরাপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিউর রহমান জৌতি (১৫)।
 
এআরএ/পিআর