ধামরাইয়ে দুজনের মৃত্যু, পরিবারের অভিযোগ অতিরিক্ত মদপান
ঢাকার ধামরাইয়ে দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু। তবে পরিবারের অভিযোগ, অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।
তারা হলেন, সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চা দোকানি বাবু (৩৪) ও সুনামগঞ্জের মধ্যনগর থানার মহনপুর গ্রামের বাসিন্দা হাসেম আলী (৫৫)।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকায় গিয়ে তারা মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাবুর মৃত্যু হয়। হাসেম মিয়াকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, হাসেম মিয়া নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদ্যপান করেছেন বলেপরিবারের সদস্যরা আমাদের জানান। তবে মদ্যপানের কোনো নমুনা দেখা যায়নি। তিনি বমি ও পাতলা পায়খানা নিয়ে এসেছিলেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু বলেন, দুজনের মৃত্যুর খবর পেয়েছি। শুনেছি তারা গতরাতে মদ্যপান করেছিলেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এএসএম