ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে চলছে আন্দোলনকারীদের দেওয়াল লিখন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০১ আগস্ট ২০২৪

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা বলছেন, সারাদেশে শিক্ষার্থীদের গণগ্রেফতার ও হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ, হরুয়া, আখরাবাজার, খরমপট্টি, কোর্ট এলাকা, আলোরমেলা, বটতলা, শোলাকিয়া, আজিমুদ্দিন স্কুলসহ শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি ও দেওয়াল লিখন করছেন শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জে চলছে আন্দোলনকারীদের দেওয়াল লিখন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি করছি আমরা।

এসকে রাসেল/জেডএইচ/এএসএম