ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় একদিনে ১২৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:২৭ এএম, ০১ আগস্ট ২০২৪

 

চলতি বর্ষা মৌসুমে একদিনে রেকর্ড ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সাতক্ষীরায়। এতে জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন নিচু এলাকা। তলিয়ে গেছে রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি এখনও অব্যাহত আছে।

সরেজমিনে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। অনেকের বাড়ির উঠানেও জমেছে পানি।

সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, বৃষ্টিতে কলেজ মাঠসহ অনেক স্থান ও সড়ক তলিয়ে গেছে। মারাত্মক জনভোগান্তি তৈরি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অবস্থা খুবই খারাপ। অনেকে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

সুলতানপুর কাজীপাড়া এলাকার রমেছা বেগম জানান, তার ঘরসহ আশপাশের কয়েকটি বাড়িতে পানি ঢুকেছে। রাস্তায়ও পানি। প্রতিবছরই বর্ষায় এ অবস্থার সৃষ্টি হয়।

জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সাতক্ষীরা পৌরসভায় কার্যকর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনিতেই পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা। তার ওপর বর্ষা মৌসুমে পানি জমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষ নির্বিকার।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত সাতক্ষীরায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এজন্য আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে।

আহসানুর রহমান রাজীব/এমকেআর/এমএমএআর