ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরব

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩ শতাধিক

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ জুলাই ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে তিন শতাধিক আহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা শ্রীনগর ইউনিয়নের তেয়ারিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পূর্বপাড়ার ইব্রাহীম (৩৫),লিয়াকত আলী (৬৫), ফিরুজ মিয়া (৬০), মিজান (২৮), আইয়ুব আলী (৬০), শাকিল (১৮), মনির (৩০), হান্নান (২৮), মাহফুজসহ (২৪) শতাধিক আহত হয়েছেন। পশ্চিম পাড়ার এমাদ মেম্বার (৬৫), মোস্তফা মিয়া (৭০), স্বপন মিয়া (৪২), মাইন উদ্দিন (৩৫), নিবির (১৫), লাদেন (২২), মতিন (২৭), মিজান (৪০), জাকির (৪৫), কাজল ৪৩ মজিবুর (৬০), জাকিরসহ (৪৫) শতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় লিয়াকত আলী, আয়ুব আলী, ফিরুজ মিয়া, মিজান, মোস্তু মিয়া ও মকবুল মিয়াক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩ শতাধিক

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার মধ্যে ঈদগাহ মাঠ নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষের দ্বন্দ্বে গত ঈদের নামাজও হয়নি এ ঈদগাহে। এক সপ্তাহ আগে পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে ফুটবল খেলা নিয়ে ঈদগাহ মাঠে দ্বন্দ্ব হয়। পশ্চিম পাড়ার যুবকরা মাঠে ফুটবল খেলতে গেলে আগে থেকে মাঠে থাকা পূর্ব পাড়ার যুবকরা বাধা দেয়। এসময় দুই পক্ষে বাগবিতাণ্ড হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়। এ ঘটনার পর থেকে প্রায়ই দুই পাড়ার লোকদের ঝগড়ার কারণে স্থানীয় নেতারা মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে মাঠে খেলা বন্ধ করে দেয়। ২৬ জুলাই শুক্রবার পশ্চিম পাড়ার যুবকরা তেয়ারীর চর বাজারে পূর্বপাড়ার একটি যুবককে মারধর করে। এ ঘটনার পর রোববার পশ্চিমপাড়ার লোকজনসহ ব্যাপারী বাড়ি ও পূর্বপাড়ার লোকজনসহ তরিবুল্লাহ সরকার বাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুইপক্ষের লোকজন দা, বল্লম, টেঁটা, লাঠিসোঠা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের দুই শতাধিক লোকজন আহত হয়। সোমবার দুপুরে আবার দুই পাড়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় প্রায় তিন শতাধিক আহত হয়েছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, দুদিনের সংঘর্ষে তিন শতাধিক লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ঈদগাহ মাঠে খেলা নিয়ে দুই পাড়ার যুবকরা ঝগড়ায় লিপ্ত হয়। স্থানীয়দের নিয়ে কয়েকবার বাধা দেওয়া হয়েছে। সোমবার সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস