নরসিংদী কারাগার থেকে পালানো আসামি রূপগঞ্জ থেকে গ্রেফতার
নরসিংদী কারাগার থেকে পালানো আলী আশরাফ (২৮) নামের এক আসামিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার মৈকুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসামি আলী আশরাফ সুনামগঞ্জ সদর থানার আমপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের হোসেন জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৯ জুলাই হাজার হাজার দুর্বৃত্ত মিছিল নিয়ে নরসিংদী জেলা কারাগারে হামলা করে। এসময় তারা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলেন। এরপর ৯ জঙ্গিসহ মোট ৮২৬ কয়েদি পালিয়ে যান। এরমধ্যে আলী আশরাফও ছিলেন।
কারাগার থেকে পালিয়ে আশরাফ রূপগঞ্জের মৈকুলী এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে মৈকুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে কারাগার থেকে পলায়নকারী সব কারাবন্দিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নরসিংদী জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করেন পালিয়ে যাওয়া ৪৮১ কয়েদি। এছাড়া দুই নারীসহ চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
এসআর/এমএস