ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইল-নগদ টাকা নেওয়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৮ জুলাই ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোবাইলফোন জব্দ ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।

ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম।

পুলিশ সুপার বলেন, তাদের বিরুদ্ধে একজনের কাছ থেকে মোবাইলফোন বা টাকা-পয়সা নিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারের আলী আহমদ আলতাফ অভিযোগ করেন, এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিম বৃহস্পতিবার (২৫ জুলাই) তার ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কয়েকটি মোবাইলফোন জব্দ ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা নেন। ঘটনাটি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি পুলিশ সুপারকে জানান। এর পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ জুলাই) রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস