ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাম নিয়ন্ত্রণে হিলিতে বেড়েছে কাঁচামরিচ আমদানি

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৫ জুলাই ২০২৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বেড়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে দেশের বাজারে। একদিনের ব্যবধানে কেজিতে ৩০-৪০ টাকা কমেছে কাঁচামরিচের দাম।

হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুলাই) একদিনেই কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান দুই লাখ ২২ হাজার ৪৮০ কেজি কাঁচামরিচ আমদানি করে। এসব মরিচ স্থানীয়দের চাহিদা মিটিয়ে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে।

বন্দরের তথ্যানুযায়ী, প্রতি টন কাঁচামরিচ ৫৫০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। কেজিতে সরকারকে ৩৯ টাকা আমদানি শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এতে করে প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে খরচ পড়ছে ১০৫ টাকা। আর পাইকারিতে বিক্রি হচ্ছে ১২০ টাকা।

সন্ধ্যায় হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজিতে ১৭০-১৮০ টাকা দরে। বুধবার সন্ধ্যায় বিক্রি হয় ১৩০-১৪০ টাকায়।

হিলি বন্দরের কাঁচামরিচ ক্রেতা জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, বন্দরে কাঁচামরিচ আমদানি বেশি। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে মরিচের গাছ মরে গেছে। ফলে উৎপাদন কম হওয়ায় ভারতীয় মরিচের ওপর চাপ বাড়ছে।

তিনি বলেন, মরিচ যেহেতু কাঁচা পণ্য তাই এর বাজার সব সময় এক থাকে না। সরবরাহ বেশি থাকলে দাম কমে যায়। সরবরাহ কমলে দাম বাড়ে।

বিরামপুর নতুন বাজার এলাকা থেকে মরিচ নিতে আসা সালাম হোসেন জাগো নিউজকে বলেন, দাম কিছুটা কম। ১২৫ টাকা কেজি দরে তিন বস্তা মরিচ ক্রয় করেছি। একদিন আগেই ১৫০ টাকা কেজি দরে ক্রয় করেছিলাম।

দাম নিয়ন্ত্রণে না থাকার আক্ষেপ নিয়ে আনিছুর রহমান নামে এক ক্রেতা বলেন, কাঁচামরিচ বেশি আমদানির খবরে বাজারে দাম কমেছে। সকালে কমলে বিকেলে বাড়ে। এক পোয়া মরিচ হলেই কদিন চলবে। আবার কিনতে এলে শুনবো দাম বাড়ছে। আমরা গরিব মানুষ। এর বিচার কার কাছে দেবো।

হিলি স্থলবন্দর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, কয়েক দিনের তুলনায় হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বেড়েছে। মঙ্গলবার ২৩ ট্রাকে দুই লাখ ২৪ হাজার ৫২০ কেজি এবং বুধবার ২৫ ট্রাকে দুই লাখ ২২ হাজার ৪৮০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।

মো. মাহাবুর রহমান/জেডএইচ/জেআইএম